এবার রূপালি পর্দায় পলক!

৪ এপ্রিল, ২০২২ ১৬:০৫  
সফল রাজনীতিকের পাশাপাশি তিনি গায়ক হিসেবেও সমাদৃত। তবে এবার রূপালি পর্দায় আসছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অভিনয় নয়; স্বকীয় ভূমিকায়। নিজস্ব চরিত্রেই তিনি হাজির হচ্ছেন ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ চলচ্চিত্রে। সোমবার আইসিটি বিভাগের বিসিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্রের শুভ মহরৎ। বাস্তব নির্ভর উপন্যাস অবলম্বনে নির্মিয়মান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরতে মূল চরিত্র নাদিয়া-দের জন্য নিচের সার্বক্ষণিক সহযোগিতার কথাও তুলে ধরেন পলক। সেখানে নাদিয়ার হাতে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সারের ক্রেস্ট ও ল্যাপটপ তুলে দিয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে নাদিয়ার এলাকায় আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিবেশন সেন্টার স্থাপন করে দেবেন। তরুণ ঔপন্যাসিক রাহিতুল ইসলাম রুয়েলের উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ উপন্যাস অবলম্বনে নির্মিয়মান এই চলচ্চিত্রটি। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার ইমরাউল রাফাত। এতে মূল চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী ও সুদীপ বিশ্বাস। আগামী ঈদে চলচ্চিত্রটি বঙ্গবিডি-তে প্রচার করা হবে। আগারগাঁওয়ের আইসিটি বিভাগ ছাড়াও আগামী ৬ এপ্রিল পর্যন্ত মানিকগঞ্জের নবগ্রামে চলবে শ্যুটিং। সোমবার সকালে ঘণ্টা দেড়েক ধরে আইসটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে এই ছবির প্রথম শ্যুটিং। বব সিজন-২ এর মধ্য দিয়ে বঙ্গ এই ঈদে নিয়ে এসেছে জনপ্রিয় সাতটি বইয়ের গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম। এর আগে বঙ্গ বব সিজন ১- এ  জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের  উপন্যাস  ‘চরের মাস্টার’ টেলিফিল্ম এর প্রচারণায় এক বিশেষ লাইভ প্রোগ্রামে অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী উপস্থিত থেকে বঙ্গ বব টিমকে উৎসাহ দিয়েছিলেন। তখন তাকে অভিনয়ের আমন্ত্রণ জানিয়েছোলো প্রোযোজক কর্তৃপক্ষ। সেই আবেদন গ্রহণ করেই এবার স্বকীয় ভূমিকায় রূপালি পর্দায় আসছেন তরুণ এই সমাজসেবী। প্রসঙ্গত,  ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে, যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত হয়ে ও আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্খিত মূহুর্ত। ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ একটি অনুপ্রেরণামূলক টেলিফিল্ম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সাথে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করে। তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার। সেরকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবীদার!’ বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সাহিত্যের গল্পগুলো তো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আবারও ফিরে এসেছি বঙ্গ বব সিজন ২ নিয়ে। বঙ্গ বব সিজন ১ এ আমরা দর্শকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি তা এবারও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভাইকে, যিনি আমাদের উদ্যোগে সবসময় পাশে থেকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন।’ টেলিফিল্মটির রচয়িতা তরুণ লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম বলেন, ‘নারী ফ্রিল্যান্সারদের জীবনের গল্প শুনে এই গল্পের প্লটটি আমার মাথায় আসে। বঙ্গকে ধন্যবাদ তাদের দ্বিতীয় সিজনে গল্পটি বাছাই করার জন্য।’